১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৫

বিএনপির যৌথ্য সভা চলছে

মারুফ শরীফ, দেশজনতা প্রতিবেদক :
 বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যৌথ্য বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি, আগামী নির্বাচন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।বৈঠকে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে বিএনপি ভাইস চেয়ার‍ম্যানদের মধ্যে উপস্থিত আছেন, সাবেক এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, মেজর ( অব.) হাফিজউদ্দিন আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আহমদ আজম খান, নিতাই রায় চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, মীর নাসির, ব্যারিস্টার শাহজাহান ওমর।
এ ছাড়া বৈঠকে দলের যুগ্ম মহাসচিবদের মধ্যে অংশ নিয়েছেন, খাইরুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আছেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ৭:০৪ অপরাহ্ণ