২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:০৮

গণতন্ত্র নয় বাকশালতন্ত্র প্রতিষ্ঠার অপচেষ্টা করছে সরকার : ফারুক

মারুফ শরীফ, দেশজনতা প্রতিবেদক :

বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগ দেশে গণনন্ত্র নয় আবার বাকশাল তন্ত্র প্রতিষ্ঠার অপচেষ্টা করছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার দুপুরে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনের আয়োজন করে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলন নামের একটি সংগঠন।

জয়নুল আবেদীন ফারুক বলেন, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। এতে বলেছি, একজন সাবেক প্রধানমন্ত্রীকে জেলে রেখে আরেকজন সরকারি টাকা খরচ করে ভোট চেয়ে বেড়াচ্ছেন। সেই দিকে আপনাদের লক্ষ্য নেই। অবিলম্বে এই আচরণ বন্ধ করতে হবে। দেশে আবার বাকশালতন্ত্র প্রতিষ্ঠার পরিকল্পনা হচ্ছে। এর বিরুদ্ধে সচেতন থাকতে হবে বলে সবার প্রতি আহ্বান জানান তিনি।

ফারুক বলেন, ‘বেগম খালেদা জিয়া যখনই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন শুরু করেছেন তখনই সরকার তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে জেলে পাঠানো হয়েছে। আমাদের দাবি, বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাঁর মুক্তির পরই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। তা না হলে দেশে কোনে নির্বাচন করতে দেয়া হবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরীসহ অনেকে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ৭:১১ অপরাহ্ণ