১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৩

বলিউডি গানের প্রচারে নারাজ আতিফ

বিনোদন ডেস্ক:

উরি হামলার প্রভাব এখনও যেন বর্তমান বলিপাড়ায়। অ্যায় দিল হ্যায় মুশকিলের সময় যে তর্ক-বিতর্কের ঝড় উঠেছিল ফের একবার সেই ছবিই প্রতিফলিত হচ্ছে বলে অনেকে মনে করছেন। কারণ সম্প্রতি বলিউডে পাকিস্তানি শিল্পীদের দিয়ে কেন কাজ করানো হচ্ছে, সেই প্রশ্নই উসকে দিচ্ছে এই ইস্যুকে। এবার শোনা যাচ্ছে, ভারতীয় গান প্রচার করতে অস্বীকার করেছেন আতিফ। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।

দাস দেব ছবিতে, সেহমি হ্যায় ধড়কন গানটি ২২ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় রিলিজ করে। এবং এই গানটিকে সোশ্যাল মিডিয়াতেই প্রচার করতে বলা হয়েছিল আতিফকে। কিন্তু প্রযোজকের কথা তিনি শোনেননি। এবং তার কোনও সোশ্যাল মিডিয়া পেজে কোনও প্রচার তিনি করেননি গানটি নিয়ে। প্রযোজকের বক্তব্য অনুযায়ী, আতিফ প্রথমে এই গানের প্রচার করবেন বলে জানিয়েছিলেন কিন্তু তিনি তা করেননি। এবং কেন তিনি কোনও কাজে অংশগ্রহণ করছেন না, তাও জানা যায়নি। তিনি প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেননি।

প্রসঙ্গত, এর আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় রাহাত ফতেহ আলি খানের মতো পাকিস্তানি শিল্পীদের বদলে ভারতীয় শিল্পীদের ভারতীয় ছবিতে গান গাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছিলেন। একই সুর শোনা যায় ইন্ডিয়ান ফিল্ম এন্ড টেলিভিশন প্রোডিউসার কাউন্সিলের সিইও সুরেশ আমিনের কণ্ঠেও। তার মতে, পাকিস্তানি শিল্পীদের বলিউডে দু’বছরের জন্য নির্বাসন করা উচিত।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ১০:৩৪ পূর্বাহ্ণ