১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

সিনেমার গান নিয়ে টিভিতে শাওন

বিনোদন ডেস্ক:

মাঝে মাঝে মঞ্চে দেখা গেলেও অনেকদিন নতুন সিনেমা বা গানে নেই মেহের আফরোজ শাওন। এবার তিনি পুরনো গান নিয়েই কথা বলবেন টেলিভিশন পর্দায়। ‘আমার ছবি আমার গান’ শিরোনামের অনুষ্ঠানে দেখা যাবে এ জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পীকে। এ অনুষ্ঠানে সাধারণত আলাদা কোনো সঞ্চালক থাকেন না। শাওনের ক্ষেত্রেও তাই হচ্ছে।

অনুষ্ঠানে শাওন অভিনীত সিনেমার ৭টি গান দেখানো হবে। এই গানগুলোর পেছনের বিভিন্ন গল্প দর্শকদের শোনাবেন তিনি। প্রযোজনা সূত্রে এমনটাই জানা গেছে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ। সিফাত তন্ময় জানান, এই অনুষ্ঠানের একেকটি পর্বে চলচ্চিত্রের একেকজন গুণী ব্যক্তিরা উপস্থাপনা করে থাকেন। এবারের পর্বের উপস্থাপনায় দেখা যাবে শাওনকে। নিজের অভিনীত সিনেমার গানের শুটিংয়ের পেছনের গল্প ও মজার অভিজ্ঞতা দর্শকদের শোনাবেন তিনি। দেখা যাবে কিছু গান। স্মৃতিচারণ করবেন হুমায়ুন আহমেদের সাথে কাজের অভিজ্ঞতাসহ বিভিন্ন ঘটনার।

হুমায়ূন আহমেদ পরিচালিত অসংখ্য নাটক ও ৫টি সিনেমায় অভিনয় করেছেন শাওন। সিনেমাগুলো হলো— আমার আছে জল, শ্যামল ছায়া, চন্দ্রকথা, দুই দুয়ারী ও শ্রাবণ মেঘের দিন। দুই- ‘আমার ছবি আমার গান’ বৃহস্পতিবার রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৩:২৭ অপরাহ্ণ