বিনোদন ডেস্ক:
শৈশব থেকেই অভিনয়-গানের সঙ্গে জড়িত রুমানা রশীদ ঈশিতা। জিতেছেন প্রতিযোগিতামূলক কার্যক্রম ‘নতুন কুঁড়ি’র ট্রফিও। এরপর নায়িকা-গায়িকা হিসেবে পাওয়া গেছে তাকে। মাঝে বিয়ে, সন্তানজনিত কারণে বিরতি নেন।
সোহেল আরমানের কথায় গানটির সুর-সংগীত করেছেন অদিত। সম্প্রতি ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে ভিডিওর শুটিং হয়েছে।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর নির্দেশনাও দিয়েছেন ঈশিতা। মডেল হয়েছেন আদর ও পায়েলিয়া পায়েল।
১৩টি নাটক পরিচালনা করলেও প্রথমবার মিউজিক ভিডিও বানালেন ঈশিতা।
তিনি জানালেন, অনেকদিন ধরে ভালো কিছুর অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত মনের মতো কথা ও সুর পেয়েছেন। এছাড়া মিউজিক ভিডিও নির্মাণ বেশ উপভোগ করেছেন। আশা করছেন মার্চের মাঝামাঝি বা শেষ দিকে শ্রোতাদের সামনে গানটি হাজির করতে পারবেন।
এর আগে ‘ভুলো না আমায়’, ‘রাত নিঝুম’ ও ‘কুলসুম’ শিরোনামে তিনটি একক অ্যালবাম প্রকাশ করেন ঈশিতা। সর্বশেষ অ্যালবামটি প্রকাশ হয় ১৬ বছর আগে। পাঁচ বছর আগে ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে শেষবার কণ্ঠ দেন তিনি।
আনিসুর রহমান তনুর কাছে ছোটবেলায় ঈশিতার গান শেখা শুরু। এরপর ওস্তাদ ওমর ফারুকের কাছে টানা দশ বছর খেয়াল এবং তারপর ওস্তাদ সঞ্জীব দে’র কাছে খেয়াল ও ক্ল্যাসিক্যাল শিখেন।
দৈনিক দেশজনতা/এন এইচ