১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৮

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের উত্তরাঞ্চলের হেবাই প্রদেশে মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও অপর ২৩ জন আহত হয়েছেন। স্থানীয় সরকার এ কথা জানায়। খবর সিনহুয়ার।

জিংতাই কাউন্টির প্রচার বিভাগ জানায়, প্রাদেশিক এক মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে বিকাল ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেয়ার পর চারজন মারা যায়। এ ঘটনায় আহত অপর ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সূত্র জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৮:৪৫ অপরাহ্ণ