১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২১

মিশরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক:

মিশরের উত্তরাঞ্চলের বাহেইরা প্রদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) আল বাহেইরা গভর্নরেটের মধ্যে কোম হামাদা স্টেশনের কিছুটা দূরে এ ঘটনা ঘটে।

এ সংঘর্ষে দুটি ট্রেনই দুমড়ে মুচড়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানায়, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। বিভিন্ন সংস্থার লোকজন উদ্ধার কাজ শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থনে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আল জাজিরা

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৮:৫৪ অপরাহ্ণ