১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

সিরিয়ায় রক্ত ঝরা বন্ধ করুন: এষা

বিনোদন ডেস্ক:

শ্রীদেবীর মৃত্যু রহস্য নিয়ে আপাতত ব্যস্ত গোটা ভারত। সোশ্যাল নেটওয়ার্ক শ্রীদেবীর ছবিতে সয়লাব । নায়িকার মৃত্যুর শোকপ্রকাশে একের পর এক ট্যুইট, ফেসবুক পোস্ট ! কিন্তু যখন গোটা দেশ শ্রীদেবীর মৃত্যুর খবরে বুঁদ সেই সময়, সিরিয়ার জ্বলছে আগুন, মরছে মানুষ, পড়ছে বোম। একের পর ছবি আসছে সামনে, আহত শিশু, কাঁন্নার শব্দ । আর কিছু নয়, সিরিয়া চাইছে একটু শান্তি, বেঁচে থাকার অধিকার, মানবিকতা !
টুইটারে ঠিক এইরকমই একটা পোস্ট করে ভাইরাল হলেন বলিউডের অভিনেত্রী এষা গুপ্তা। টুইটে নায়িকা লিখলেন, ‘আমি ভাবতে চাই না, কোন দেশ, কোন সরকার বা প্রশাসন। আমি শুধু বলতে চাইছে মানবিকতার মৃত্যু হয়েছে, সিরিয়ায় রক্ত ঝড়ছে। এখনই এগুলো বন্ধ হওয়া উচিত !’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৩:০৮ অপরাহ্ণ