১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭

মনে রেখো ছাবিতে মাহি-বনি

নিজস্ব প্রতিবেদক:

রোমান্টিক-কমেডি গল্পের সিনেমা ‘মনে রেখো’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন মাহিয়া মাহি ও কলকাতার বনি সেনগুপ্ত। এ খবর অনেক পুরনো। মাঝে কেটে গেছে কয়েকটি মাস। বিরতি শেষে এবার শুরু হলো সিনেমাটির বাকি দৃশ্যায়ন।

‘মনে রেখো’ পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। প্রযোজনা করছে হার্টবিট প্রোডাকশন। ২০১৭ সালের ১৯ মার্চ শুটিং শুরু হয়। শোনা গিয়েছিল সেই বছর ঈদে মুক্তি পাবে।

কিন্তু ভারতীয় কলাকুশলীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতায় আটকে যায় সিনেমাটি। পরবর্তীতে অভিনয়শিল্পীদের শিডিউল নিয়েও সমস্যায় পড়ে। এবার সব বাধা পেরিয়ে চলছে শুটিং।

মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে মাহি, বনিসহ অনেকে অংশ নিয়েছেন।

পরিচালক জানালেন, এ লটে সিনেমাটির বাকি দৃশ্যায়ন শেষ হয়ে যাবে।

ছবিতে মাহি ও বনির নাম যথাক্রমে মুন ও লাকি। তাদের দেখা যাবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণী চরিত্রে। আরো অভিনয় করছেন মিশা সওদাগর, যাদু আজাদ, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ।

‘মনে রেখো’র কাহিনি লিখেছেন দিল মোহাম্মদ দিল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ১২:৫৪ অপরাহ্ণ