২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৫

বেকার ভাতার জন্য মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বেকার ভাতার জন্য বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মেস সংঘ (বিএমও)।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, আশঙ্কাজনকভাবে দেশে বেকার বাড়ছে। বেকাররা কাজের খোঁজে শহরমুখী হয়ে প্রথমেই মেসে উঠছে। এরপর কেউ লজিং, টিউশনির পাশাপাশি খণ্ডকালীন চাকরি করছেন। কিন্তু স্বল্প আয়ের ফলে অনেক মেস সদস্য যথাসময় ভাড়া পরিশোধে ব্যর্থ হন। এ থেকে পরিত্রানের লক্ষে আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটে বেকার ভাতার জন্য বরাদ্দ দিতে হবে।

তারা বলেন, সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে কর্মক্ষম ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। প্রকৃত বেকারের সংখ্যা আরো বেশি। আইএলওর তথ্যমতে দেশে বেকারের সংখ্যা ৩ কোটি। বেকারের মধ্য শিক্ষিতই বেশি।

বক্তারা আরো বলেন, বেকারত্বের অভিশাপ যে কত কষ্টের তা মেসে বসবাসকারী উচ্চশিক্ষিত যুবকরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কোটা পদ্ধতির কারণে যোগ্যতা ও মেধা থাকা সত্বেও তারা চাকরি পাচ্ছেন না। অনার্স-মাস্টার্স শেষ করেও চাকরি না পাওয়ায় অনেকেই মানসিক অবসাদে ভুগছেন।

বিএমওর ঢাকা মহানগরের সভাপতি আখতার সিরাজীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আয়াতুল্লাহ আখতার, অ্যাডভোকেট আল-আমীন রেজভী, শাকিল উদ্দিন, দ্বীলিপ বিশ্বাস, রফিকুল ইসলাম প্রমুখ।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৬, ২০১৭ ৬:০২ অপরাহ্ণ