নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পান্থপথের সমরিতা হাসপাতালের কাছে হক চেম্বার থেকে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীকে আটক করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে হক চেম্বারের ৭ম তলা থেকে তাদের আটক করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস।
তিনি বলেন, শুক্রবার দুপুর ৪টার দিকে পান্থপথের হক চেম্বারের ৭ম তলায় গোপন বৈঠকে মিলিত হয় জামায়াত শিবিরের ২৫ জন নেতা কর্মী। খবর পেয়ে শেরে বাংলা নগর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কি কারণে তাদের গোপন বৈঠক চলছিল এখন পর্যন্ত জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

