নিজস্ব প্রতিবেদক:
নীলফামারীর জলঢাকায় মাইক্রোবাস র্দুঘটনায় দুই যাত্রীর প্রাণ গেছে। আহত হয়েছে অন্তত ছয়জন।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, উপজেলার পেট্রোল পাম্প মোড়ে শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সাহানূর ইসলাম হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও পশ্চিম ছাতনাই ইউনিয়নের হায়দার হোসেনের ছেলে লোকমান হোসেন (৩২)।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোস্তাফিজার বলেন,“ভোরে মাইক্রোবাসের করে ছয় যাত্রী ঢাকা থেকে ডিমলা ফিরছিল।পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহতদের লাশ থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।
দৈনিক দেশজনতা/এমএম