২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:২২

ভাস্কর্য সরকার নয়, এটি সরিয়েছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার (২৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য সরকার নয়, এটি সরিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। প্রতিবাদ সমাবেশটির আয়োজন করে বরকত উল্লাহ বুলু মুক্তি পরিষদ।

মওদুদ আহমেদ বলেন, প্রধান বিচারপতি সিনিয়র আইনজীবীদের সাথে পরামর্শ করে ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্তেই ভাস্কর্যটি সরিয়েছে। এখানে সরকারের কর্তৃত্ব অবদান নেই।

তিনি বলেন, বিএনপিকে সভা-সমাবেশ করতে অনুমতি দিচ্ছেনা সরকার। এটা তাদের দুর্বলতার পরিচয়। আগামীতে সভা-সমাবেশ করতে হলে প্রশাসনকে শুধু অবহিত করবো অনুমতি চাইবো না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের রোডম্যাপ সম্পর্কে মওদুদ বলেন, নির্বাচন কমিশন একটি সরকারের তল্পীবাহক। তারা ২০১৪ সালের মত পুনরায় একক নির্বাচন করতে চায়। সরকার নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ সব কমিশন নিয়ন্ত্রণ করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ উগ্রবাদী রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই। সহায়ক সরকারের অধিনে নির্বাচনের রুপরেখা দিবে বিএনপি।

বরকত উল্লাহ বুলু মুক্তি পরিষদের উপদেষ্টা আকবর হোসেন ভূইয়া নান্টুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুন নবী সোহেল,স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু,সাধারণ সসম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৬, ২০১৭ ৫:৩০ অপরাহ্ণ