১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৫

সাংবাদিক নির্যাতনকারীর শাস্তি নিশ্চিত করুন না হয় বৃহত্তর আন্দোলন: ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, নয়াপল্টনে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিক নির্যাতনকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সাইফুল ইসলাম বলেন, আমরা সাংবাদিক নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলাম। এ সময়ের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, আমরা সাংবাদিক সমাজ দেশের জন্য, মানুষের জন্য কাজ করি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারবার পুলিশী নির্যাতনের শিকার হচ্ছি। সরকার এর কোনো প্রতিকার করছে না। তাই বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় নেমেছি।
তিনি আরও বলেন, আজ আমাদের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করার কথা নয়। নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিচার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
ডিআরইউর সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাজ্জাদ আলম খান তপু, রাজু আহমেদ ও মুরসালিন নোমানি, বিএফইউজে নেতা খায়রুজ্জামান কামাল, শহীদ উল্লাহ, অমিয় ঘটক পুলক, ডিইউজের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ডিআরইউ’র অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সদস্য জাফর ইকবাল ও মোশাররফ হোসেন কামাল প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৮:৪৩ অপরাহ্ণ