১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৮

রাবিতে ৯ শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামি ছাত্রশিবির সন্দেহে নয়জন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে তাদেরকে পেটানোর পর পুলিশে সোপর্দ করা হয়।

আটক শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রহমতুল্লাহ, শাহরিয়ার তানজিম ও আব্দুল কাদের, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরিফুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের ইয়াকুব, সংস্কৃত বিভাগের মিজানুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের তুহিন, নগরীর লোকনাথ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী গোলাম রাব্বি ও রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী তন্ময়।

এদের মধ্যে তুহিন, কাদের এবং ইয়াকুবের অবস্থা আশঙ্কাজনক। তবে নয়জনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মিটিং করছিলেন ১৬ জন শিক্ষার্থী। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী তাদেরকে বঙ্গবন্ধু হলে নিয়ে যান। হলের ২৩১ ও ২৩২ নম্বর কক্ষে নিয়ে তাদেরকে দেড়ঘন্টা ধরে বেধড়ক পিটিয়ে শিবিরের সাথে সম্পৃক্ততার জন্য চাপ প্রয়োগ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রাধ্যক্ষ গিয়ে তাদের উদ্ধার করেন। ১৬ জনের মধ্যে ৯ জনকে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশে সোপর্দ করেন। বাকিদের ছেড়ে দেয়া হয়।

ছাত্রলীগের হাতে আটক ১৬ শিক্ষার্থীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের নোমান ও লোকনাথ স্কুলের গোলাম রাব্বী অভিযোগ করে বলেন, আমরা একটি কোচিং সেন্টার পরিচালনা করি। আমাদের কোচিং থেকে এবছর বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আমরা প্রস্তুতি মিটিং করছিলাম। এমন সময় ছাত্রলীগের বেশ কয়েকজন আমাদেরকে তুলে নিয়ে যায়। হলের মধ্যে বেধড়ক পিটিয়ে জিজ্ঞেস করে আমরা শিবির করি কিনা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ঘটনা শোনার পরপরই আমরা বঙ্গবন্ধু হলে গিয়েছিলাম। হল প্রাধ্যক্ষ ও পুলিশের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে আমাদের কাছে ৯ শিক্ষার্থীকে তুলে দিয়েছে ছাত্রলীগ। তাদের প্রত্যেকের অবস্থা খারাপ হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। সুস্থ হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৮:৫১ অপরাহ্ণ