চট্টগ্রাম প্রতিবেদক:
চট্টগ্রামে কক্সাবাজারগামী হানিফ পরিবহনের একটি পিকনিক বাস থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়ির চালক ও সহকারীসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে নগরের আকবরশাহ থানার সিটি গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কল্যান কলস গ্রামের মৃত আবদুল ওয়াহিদ সরকারের ছেলে মো. আনোয়ার হোসেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নোয়াপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. শামছু মিয়া ও একই জেলার চান্দিনা থানার ঔকুরী গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে মো. হাসান।
র্যাব-৭ এর স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম জানান, সিটি গেইট এলাকার গোল্ডেন কনটেইনার লিমিটেডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালানোর সময় কক্সবাজারে পিকনিকগামী হানিফ পরিবহনের একটি বাসের চালক ও সহকারীদের আচরণ সন্দেহজনক হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি জানান, এসময় বাসের বাক্সে লুকানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর