১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১০

সরকারই ষড়যন্ত্রের হেডমাষ্টার : রিজভী

মারুফ শরীফ, দেশজনতা প্রতিনিধি :

বিএনপির জেষ্ঠ্য যুগ্মমহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগই তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে সুপরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত। এ সরকারই সকল ষড়যন্ত্রের হেডমাষ্টার বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেছেন, নিজেদের পকেট ভরে নির্বাচনী ব্যায় মেটাতে সরকার আবারও তেল ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারকে গণবিরোধী এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রক্রিয়া হচ্ছে গরিব মানুষকে নিঃস্ব বানিয়ে পথে বসানোর চক্রান্ত। আবারও তেল ও গ্যাসের দাম বাড়লে এর প্রভাব সবকিছুর ওপরই পড়বে; জনজীবন হয়ে পড়বে বিপন্ন।
রিজভী বলেন, সরকারের এসব গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করবেন বলেই বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠানোই যেন প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য ছিল।
বিএনপির এ নেতা বলেন, ‘যারা অবৈধ ক্ষমতাকে জোর করে ধরে রেখে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে, বিরোধী দলকে রাজপথে লাঠিপেটা করে, ব্যাংক বীমাসহ রাষ্ট্রায়াত্ত্ব সব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়া করে গুহায় বাসকারী দস্যু দলের মতো দেশ চালাচ্ছেন, তারাই বলছেন ষড়যন্ত্রের কথা। সত্যিই উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।
দলের জেষ্ঠ্য যুগ্মমহাসচিব রিজভী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে, দলের লাখ লাখ নেতাকর্মীকে বানোয়াট মামলায় জড়িয়ে গণগ্রেফতার, জনগণের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাহিনী দিয়ে ন্যাক্কারজনক হামলা করানো হচ্ছে। অন্যদিকে বিএনপিসহ বিরোধী দলগুলোকে সুযোগ না দিয়ে নিজেরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারী খরচে নির্বাচনী প্রচারণা চালানো ইত্যাদি কর্মকান্ড প্রমান করে আওয়ামী লীগই ক্ষমতা ধরে রাখতে পরিকল্পিত গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
কর্মসূচী :
আগামী ০১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার ঢাকাসহ দেশব্যাপী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি’র বক্তব্য সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হবে বলেও জানান দলের জেষ্ঠ্য যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ইশতিয়াক আজিজ উলফাত, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ ও তাইফুল ইসলাম টিপু, আমিনুল ইসলাম প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৭:২৮ অপরাহ্ণ