১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০০

ঝিনাইদহে ৮৮ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক

ঝিনাইদহ প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৮৮ লাখ টাকার সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার বেলা ১১টার দিকে ৫৮ বিজিবির গয়াসপুর ক্যাম্পের টহল দল গোয়ালপাড়া নামক স্থান থেকে এই সোনা উদ্ধার করে।

আটক রাকিব হোসেন (২৩) জীবননগর উপজেলার ধোপাখালি নতুনপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

উদ্ধার হওয়া সোনার ওজন এক কেজি ৮’শ গ্রাম; যার মধ্যে ছয়টি সোনার বিস্কুট ও তিনটি সোনার বার রয়েছ। এর আনুমানিক মূল্য ৮৮ লাখ টাকা।

মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর জসিম উদ্দীন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, খালিশপুর ৫৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গয়াশপুর বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৬৮ থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাঠ সংলগ্ন এলাকা থেকে সোনা চোরাচালানকারী রাকিব হোসেনকে ছয়টি সোনার বিস্কুট, তিনটি বারসহ আটক করে। আটকক সোনার বাজার মূল্য ৮৮ লাখ টাকা।

মেজর জসিম জানান, আটক পাচারকারীকে জীবননগর থানায় সোপর্দ ও জব্দ সোনা দর্শনা শুল্ক অফিসে জমা দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে মহেশপুরের পুরোন্দরপুর এলাকা থেকে ১২ কেজি সোনার বার ডাকাতির ঘটনা ঘটে। সোনারতরি নামে একটি পরিবহন থেকে এই সোনা ডাকাতি হয়। এ নিয়ে মহেশপুর থানার ওসি আহম্মেদ কবীরসহ ৯ পুলিশ ক্লোজড হন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৭:১০ অপরাহ্ণ