১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

লুইপার গানে মডেল হলেন সিয়াম

বিনোদন ডেস্ক:

তরুণ প্রজন্মের শিল্পী লুইপা। সম্প্রতি একের পর এক গান প্রকাশ করে যাচ্ছেন এ শিল্পী। কিছুদিন আগে বেগম আখতারকে উৎসর্গ করে ‘জোছনা করেছে আঁড়ি’ ও নজরুল সঙ্গীত ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ প্রকাশ করেছেন। দুটি গানই শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। আগামী মার্চে আরও একটি গান প্রকাশ হচ্ছে এ শিল্পীর। গানের শিরোনাম ‘জেন্টলম্যান’। ‘তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ওগো ওগো জেন্টলম্যান’- এমন কথার গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন। গতকাল থেকে মানিকগঞ্জের একটি জমিদার বাড়িতে গানটির মিউজিক ভিডিওর নির্মাণ কাজ শুরু হয়েছে।

ভিডিওটি নির্মাণ করছেন সৌমিত্র ঘোষ ইমন। মিউজিক ভিডিওতে লুইপার জেন্টলম্যান হিসেবে অভিনয় করছেন সিয়াম আহমেদ। ভিডিও এবং সিয়ামের সঙ্গে প্রথমবারের মতো কাজ করা প্রসঙ্গে লুইপা বলেন, ‘আমি সবসময়ই বিরহের গান গাইতে ভালোবাসি। সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এবার রোমান্টিক গান গাইলাম। সিয়াম আমার প্রিয় মানুষ।

তাই আমার এবারের মিউজিক ভিডিওতে এই প্রিয় মানুষটিকে, প্রিয় শিল্পীকে রেখেছি। আশা করি আমাদের নতুন কাজ দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’ সিয়াম বলেন, ‘লুইপার কণ্ঠে গানটি বেশ ভালো লেগেছে। মিউজিক ভিডিওতে বাংলাদেশের বর্তমান সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মিউজিক ভিডিওতে একটু দুষ্টু মিষ্টি ব্যাপারও আছে। যে কারও গানটি শুনলে এবং মিউজিক ভিডিওটি দেখলে প্রথম দেখাতেই ভালো লাগবে। আমার বিশ্বাস গান ও ভিডিওটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৫:৫৮ অপরাহ্ণ