২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৫৯

আরেকটি বিশ্বকাপ জেতার সময় এসেছে : হোল্ডার

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপটি হবে দশ দলের। স্বাগতিক ইংল্যান্ডসহ র‍্যাঙ্কিংয়ে অবস্থানের ভিত্তিতে মোট ৮টি দল ইতোমধ্যে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। বাকি দু’টি জায়গার জন্য ১ মার্চ থেকে বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে নামবে ১০টি দেশ। যাদের মধ্যে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও। অথচ সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপটি উঠেছে এই দলটির হাতেই। আর ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপটিও জিতেছিলেন ওয়েস্ট ইন্ডিজের যুবারা। এইসব সাফল্য স্মরণ করিয়ে দিয়ে অধিনায়ক জেসন হোল্ডার আরেকটি বিশ্বকাপ জয়ের ডাক দিয়েছেন।

ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার পর ১৯৭৫ ও ১৯৭৯ সালের প্রথম দুই আসরেই শিরোপা জিতেছিল ক্যারিবিয়রা। তৃতীয় আসরের ফাইনালিস্টও ছিল দলটি। এরপর সাফল্যের কাছাকাছিও আর যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে টি-টুয়েন্টিতে দলটি বেশ ভাল করেছে, দু’বার জিতেছে বিশ্বকাপ। সর্বশেষটি ২০১৬ সালে। যুবারাও বিশ্বকাপ জিতেছে। নারী দলও জিতেছে ২০১৬ সালে, ভারতের টি-টুয়েন্টি বিশ্ব আসর। তাই হোল্ডার মনে করেন এবার তাদের সময় এসেছে প্রমাণ দেওয়ার, ‘আমরা টি-টুয়েন্টি ক্রিকেটে ভাল করেছি। নারী ও অনূর্ধ্ব-১৯ এও ভাল করেছি। আমার মনে হয়, এখন আমাদের সময় আরেকটি বিশ্বকাপ জেতার।’

তবে এই পথটা সহজ হবে না। বাছাইপর্বের ফাইনালিস্ট দুই দলই শুধু মূলপর্বে যেতে পারবে। এবং এখানে আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মত দলও আছে। মোট দল ১০টি। তবে এখানে ভাল করতে পারলে তা বিশ্বকাপেও সাহায্য করবে বলে মনে করেন ২৬ বছর বয়সী হোল্ডার, ‘আমরা কোথায় দাঁড়িয়ে আছি জানি। আগামী বছর বিশ্বকাপে যাওয়ার আগে মোমেন্টাম খুঁজে পাওয়ার জন্য এটা একটা ভাল সুযোগ। কয়েকটি ম্যাচ জেতা, আমাদের কম্বিনেশন ঠিক করা, কয়েকটি বিষয় ঠিক করা- এটা করতে পারলে ওয়ানডে ফরম্যাটে দলের অবস্থা ঘুরিয়ে দেয়া সম্ভব।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৩:০৯ অপরাহ্ণ