আন্তর্জাতিক ডেস্ক:
পাপুয়া নিউগিনির পার্বত্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ৩০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতির ব্যাপকতা নিয়ে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ইউএসজিএসের তথ্যানুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দূরে পাপুয়া নিউগিনির প্রধান দ্বীপের কেন্দ্রস্থলের কাছে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। -খবর এএফপি।
ভূমিকম্পের পর প্রত্যন্ত অঞ্চলটিতে দুটি শক্তিশালী পরাঘাত হয়েছে। এতে বিরাট অংশজুড়ে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পিএনজি পোস্ট কুরিয়ার পত্রিকা জানায়, সাউদার্ন হাইল্যান্ডসের রাজধানী মেন্দিতে অন্তত ১৩ নিহত হয়েছেন। পার্শ্ববর্তী কুতুবু ও বোসাভ এলাকায় আরও ১৮ জন প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় প্রায় ৩০০ লোক আহত হয়েছেন। এতে বহু স্থাপনা ধ্বংস ও ভূমিধসেরও খবর পাওয়া গেছে। পাপুয়া নিউগিনি টুডে অনলাইন ক্যাথলিক যাজক পিউস হালের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিধসে চার শিশুসহ অন্তত ১০ জন মারা গেছেন। তবে এএফপি মৃতের এ সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
দৈনিকদেশজনতা/ আই সি