অনলাইন ডেস্ক:
সদ্যই কর ফাঁকির মামলায় লিওনেল মেসির বিরুদ্ধে বার্সেলোনা আদালতের দেয়া ২১ মাসের কারাদণ্ড বহাল রেখেছেনে স্পেনের সর্বোচ্চ আদালত। কিন্তু কারাদণ্ডটা আর মাত্র ৩ মাস কম হওয়ায় তা ভোগ করতে হচ্ছে না খুদে জাদুকরকে। তবে মনে হয় ফেঁসে যাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। তার বিরুদ্ধে ওঠা একই অভিযোগ প্রমাণিত হলে ৫ বছরের কারাদণ্ড হতে পারে রিয়াল সুপারস্টারের।
স্পেনের কর কর্তৃপক্ষের দাবি, ২০১১-১৩ সালের মধ্যে ইমেজ স্বত্ব থেকে রোজগার করা আয় গোপন রেখেছেন রোনালদো। এ সময়ে মূল আয়ের চেয়ে ৮-১৫ মিলিয়ন ইউরো কম দেখিয়েছেন তিনি।
স্পেনের আইন অনুযায়ী, এর দায়ে ৫ বছরের কারাদণ্ড হতে পারে সিঅরসেভেনের। এরই মধ্যে এতে সমর্থন জানিয়েছে স্পেনের অর্থ মন্ত্রণালয়।
তবে অভিযোগ ওঠার পর থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন রোনালদো। কারণ, আর্থিক বিষয়াদি তিনি দেখাশোনা করেন না। চারবারের ফিফা বর্ষসেরার হয়ে এটি দেখাশোনা করেন এক আর্থিক প্রতিষ্ঠান।
অবশ্য এজন্য ক্রিশ্চিয়ানো রোনালদোকেও সরাসরি দায় দিচ্ছে না স্পেনের কর কর্তৃপক্ষ। এমনকি রিয়ালের পুর্তুগিজ উইঙ্গারকে আইনি নোটিশও পাঠায়নি আদালত।
সমালোচকরা বলছেন, দ্রুত জরিমানা আদায় করতে তাকে এ হুমকি দেওয়া হয়েছে।
দৈনিক দেশজনতা/এমএম