১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

সরকার বিরোধী নেতা-কর্মীদের হত্যার মিশনে নেমেছে: বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

খুলনায় দলীয় নেতা সরদার আলাউদ্দিন মিঠু খুনের নিন্দা জানিয়ে আজ শুক্রবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার বিরোধী নেতা-কর্মীদের হত্যার ‘মিশনে’ নেমেছে।

খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মিঠুকে গতকাল বৃহস্পতিবার রাতে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার এক সহযোগীও নিহত হন ওই হামলায়।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, এই হত্যাকাণ্ড কাপুরুষোচিত। দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের হত্যার মাধ্যমে হাত রক্তে রঞ্জিত করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটিকে এখন গোরস্তানে পরিণত করা হয়েছে।

বিএনপির বলিষ্ঠ নেতা-কর্মীদের বেছে বেছে হত্যা করা হচ্ছে দাবি করে খালেদা বলেন, মিঠুকে নির্মম কায়দায় হত্যা সরকারের ধারাবাহিক প্রাণঘাতী নৃশংসতারই আরেকটি বহিঃপ্রকাশ।

বিরোধীদের মুখ বন্ধ রাখতে ভয় ধরাতেই মিঠুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৬, ২০১৭ ৪:৩০ অপরাহ্ণ