১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

জাবির আরেক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

সাভারে যাত্রীবাহী বাসচাপায় আহত আরেক শিক্ষার্থী মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান আরাফাত মারা গেছেন। নিহত আরাফাত নরসিংদী জেলার রায়পুরা থানার শাহাপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

শুক্রবার দুপুর ১টার দিকে আরাফাত চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের অপারেশন (ওটি) ইনচার্জ নাছির আহমেদ। পরে ক্যাম্পাসে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পুলিশ জানায়, ভোরে নাজমুল হাসান রানা ও আরাফাত নামে দুইজন সাভারের কলমায় মার্কাস মসজিদ থেকে তাবলীগ জামাতের চিল্লা থেকে অটোরিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন। অটোরিকশাটি সিএনবি এলাকায় পৌঁছলে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস সেটিকে চাপা দিলে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান রানাকে মৃত ঘোষণা করেন। আরাফাত সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মারা যায়।

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৬, ২০১৭ ৪:১৮ অপরাহ্ণ