২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৩

ডায়াপারের মোড়কে ব্যাঙ্গাত্মক ‘মুহাম্মদ’ নাম: উত্তাল হায়দারাবাদ

নিজস্ব প্রতিবেদক:

শিশুপণ্য ডায়াপার ও অন্যান্য পণ্য সামগ্রীর গায়ে ব্যাঙ্গাত্মক ‘মুহাম্মদ’ নাম লেখার অভিযোগে বিক্ষোভে উত্তাল ভারতের তেলেঙ্গানা প্রদেশের রাজধানী হায়দারাবাদের। বহুজাতিক মার্কিন কোম্পানি ‘প্রক্টার অ্যান্ড গ্যাম্বল’ এর নামে এ অভিযোগ এনে দেশটিতে মুসলিমরা বিক্ষোভ করছেন। কোম্পানিটির কিছু পণ্যসামগ্রীর মোড়কে আঁকা বিড়ালের ব্যাঙ্গচিত্রের (কার্টুন) কিছু কিছু রেখার সঙ্গে আরবি বা উর্দুতে লিখিত ‘মুহাম্মদ’ শব্দটির সাদৃশ্য রয়েছে।

বিক্ষোভকারীরা বলছেন, বিড়ালের গোঁফ, নাক আর বাম চোখের যে রেখাচিত্র তার দিকে খুব সাদা চোখে তাকালেও ‘মুহাম্মদ’ শব্দটি ভেসে ওঠে। এ জন্যই তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদ ও অন্যান্য শহরে মুসলমানরা বিক্ষোভে ফুঁসছেন। তারা দাবি করছেন, অবিলম্বে পণ্যটি বাজার থেকে প্রত্যাহার করতে হবে। এছাড়া ‘এই পণ্য মুসলমানরা বর্জন কর’ আওয়াজও উঠানো হয়েছে।

সমালোচকদের দাবি, কার্টুনের রেখাচিত্রগুলো ইসলাম ধর্মের প্রতি অবমাননা। তবে প্রক্টার অ্যান্ড গ্যাম্বল কোম্পানি এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, এটি একটি নিষ্পাপ ব্যাঙ্গচিত্র। কোনো ব্যক্তি, ধর্ম বা সংস্কৃতিকে আঘাতের কোনো ইচ্ছা কোম্পানির নেই। এ ধরনের ব্যাখ্যা সত্ত্বেও ক্ষুব্ধ মুসলমানরা পণ্যটির মোড়কে অগ্নিসংযোগ করছেন।
ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকলের খবরে বলা হয়, বেবি ড্রাই প্যান্টের মোড়কে ওই কার্টুনের কারণে ক্ষুব্ধ ভারতীয় মুসলমানরা পণ্যটি স্তুপাকারে জমিয়ে এতে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে। স্থানীয় ইসলামপন্থি গোষ্ঠী দরগা জিহাদ ও শাহাদাতের কর্মীরা পণ্যটির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। পণ্যটিতে থাকা কার্টুনের সমালোচনা করে এর বিরুদ্ধে গোষ্ঠীটির তরফে হায়দরাবাদের দাবিরপুরা পুলিশ স্টেশনে দাখিল করা এক প্রতিবাদলিপিতে বলা হয়, শিশুদের ব্যবহার্য পণ্যটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। তাই এই পণ্য দ্রুত বাজার থেকে তুলে নিতে হবে।

নাসার আলম খান নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, পণ্যটি বর্জনের জন্য প্রতিটি মুসলিম ভাই-বোনের প্রতি আমার অনুরোধ রইল। আমাদের শক্তিমত্তার প্রমাণ ও নবীর প্রতি ভালোবাসা দেখানোর এটাই হচ্ছে একমাত্র উপায়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১২:২০ অপরাহ্ণ