২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪৭

বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগে আগ্রহী অস্ট্রিয়া

স্বাস্থ্য ডেস্ক:

বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে অস্ট্রিয়া। সেদেশের সরকার বাংলাদেশের স্বাস্থ্যখাতের জন্য স্বল্প সুদে ঋণ প্রদানে আগ্রহী। পাশাপাশি সেখানকার বেসরকারি বিনিয়োগকারীরাও এখানে বেসরকারি খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করছে।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে অস্ট্রিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদলসহ সাক্ষাৎ করতে এসে সেদেশের রাষ্ট্রদূত ব্রিজিট ওপিনজার ওয়ালশোফার একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ গত কয়েকবছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমাদের এ অর্জন বিশ্বনেতৃবৃন্দের প্রশংসা কুড়িয়েছে। তিনি অস্ট্রিয়ার স্বাস্থ্যসেবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার আগ্রহ ব্যক্ত করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১১:১৬ পূর্বাহ্ণ