১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

ফোর-জি সুবিধা নিয়ে আবার বাজারে আসছে নকিয়া ৮১১০

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ‘নকিয়া ৮১১০’ মোবাইল ফোন সেটটিকে আবারও ফিরিয়ে আনছে নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। নতুন এ ফোনটিতেও স্লাইডিং কভার থাকবে, তবে আনা হয়েছে নতুন ফিচার। যার মধ্যে রয়েছে- ফোর-জি নেটওয়ার্ক সমর্থন, ব্যাক ক্যামেরা ও নতুন অপারেটিং সিস্টেম ইউনওএস।

এক সময় ‘দ্য ম্যাট্রিক্স’ চলচ্চিত্রের কারণে মডেলটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। অল্প বাঁকানো বডির কারণে অনেকে একে ব্যানানা ফোনও বলতেন। ফলে এবার নকিয়া ৮১১০ (২০১৭) সংস্করণে কালো রঙের পাশাপাশি রাখা হয়েছে হলুদও।

দৈনিক দেশজনতা/এন এইচ
প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১১:১৩ পূর্বাহ্ণ