বিনোদন ডেস্ক:
ঢাকার মতো কলকাতার সিনেমা ইন্ড্রাস্টিও ধুঁকছে। বাণিজ্যিক ধারার ছবিগুলো বিগ বাজেটে নির্মিত হলেও আশানুরুপ দর্শক হলে টানতে পারছে না। চলছে নানা রকম পরীক্ষা নীরিক্ষাও। সেই ধারাবাহিকতায় এবার সোহম জুটি বাঁধতে চলেছেন মিষ্টি মেয়ে কৌশানীর সঙ্গে।
এর আগে তিনি শুভশ্রীর সঙ্গে উপহার দিয়েছেন ‘হানিমুন’ নামের একটি ছবি। মন্দের ভালো সাফল্যে সেই ছবির। গেল শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি সোহম-শুভশ্রীর নামের সঙ্গে পাল্লা দিতে পারছে না। তবে টালিগঞ্জ নতুন আশায় বুক বেঁধেছে সোহম-কৌশানীকে নিয়ে। ‘জামাই বদল’ নামের ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় আসছেন তারা।
এর আগে সুরিন্দর ফিল্মসের বেশ কিছু ছবিতে টানা নায়ক হয়েছেন সোহম। সেই ধারাবাহিকতাও বজায় রইলো এই ছবিতে। রবি কিনাগী পরিচালিত এই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে রুদ্রনীল ও পায়েলকেও। ছবির গল্প নিয়ে এখনও কিছু জানা না গেলেও জানা যাচ্ছে ছবিটি হবে কমেডি ঘরানার।
ছবির শুটিং শুরু হবে দুই একদিনের মধ্যেই। আর এটি মুক্তিও পাবে চলতি বছরে।
দৈনিক দেশজনতা/এন এইচ