১৮ই জানুয়ারি, ২০২৬ ইং | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৯

‘জামাই বদল’ছবিতে সোহমের নায়িকা কৌশানী

বিনোদন ডেস্ক:

ঢাকার মতো কলকাতার সিনেমা ইন্ড্রাস্টিও ধুঁকছে। বাণিজ্যিক ধারার ছবিগুলো বিগ বাজেটে নির্মিত হলেও আশানুরুপ দর্শক হলে টানতে পারছে না। চলছে নানা রকম পরীক্ষা নীরিক্ষাও। সেই ধারাবাহিকতায় এবার সোহম জুটি বাঁধতে চলেছেন মিষ্টি মেয়ে কৌশানীর সঙ্গে।

এর আগে তিনি শুভশ্রীর সঙ্গে উপহার দিয়েছেন ‘হানিমুন’ নামের একটি ছবি। মন্দের ভালো সাফল্যে সেই ছবির। গেল শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি সোহম-শুভশ্রীর নামের সঙ্গে পাল্লা দিতে পারছে না। তবে টালিগঞ্জ নতুন আশায় বুক বেঁধেছে সোহম-কৌশানীকে নিয়ে। ‘জামাই বদল’ নামের ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় আসছেন তারা।

ছবির শুটিং শুরু হবে দুই একদিনের মধ্যেই। আর এটি মুক্তিও পাবে চলতি বছরে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১০:৩৩ পূর্বাহ্ণ