২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

চার দেয়ালের অফিসে বসে রাজনীতি হয়না : ড. এমাজউদ্দীন

মারুফ শরীফ, দেশজনতা প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ বলেন, অফিসে বা কার্যালয়ে বসে সংবাদ সম্মেলন করলেই রাজনীতি হয়ে যায় না, চার দেয়ালের মধ্যে বন্দি থেকেও রাজনীতি হয় না। এই তরুণকে আর বোঝানো গেল না, তাকে বোঝাতে আমি ব্যর্থ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে এই প্রবীণ শিক্ষাবিদ এ মন্তব্য করেছেন।
গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বর্তমান বিএনপি অনেক সংঘবদ্ধ উল্লেখ করে বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদ বলেন, এই মুহূর্তে বিএনপি আগের থেকে আরও ঐক্যবদ্ধ। এভাবেই তাদের এগিয়ে যেতে হবে। ক্ষমতাসীন দল মনে করেছিল বেগম জিয়াকে একবার কারাগারে পাঠালেই বিএনপিকে কয়েক টুকরা করে দেয়া যাবে। তা হয়নি; তাদের মনবাঞ্ছা পূরণ হয়নি। বিএনপি এখন অনেক ঐক্যবদ্ধ।
ড. এমাজউদ্দীন বলেন, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ সৃষ্টি করতে প্রধানমন্ত্রীকেই উদ্যোগ নিতে হবে।
দেশের জনগণ পরিবর্তন চায় উল্লেখ করে বিএনপি সমর্থিত বুদ্ধিজীবী ড. এমাজউদ্দীন বলেন, পত্রপত্রিকায় লেখালেখি করে সাধারণ মানুষকে জানাতে হবে তারা পরিবর্তন চায়। পরিবর্তনকে সহজ এবং ত্বরান্বিত করতে লেখালেখি অপরিহার্য। বর্তমান পরিস্থিতি নিয়েও লেখালেখি করতে হবে। সাধারণ মানুষের কাছে সুস্পষ্ট করে তুলে ধরতে হবে কেন খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা, কেন তিনি আজ কারাগারে।
সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির-এর সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরো বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি’র চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, এলডিপির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সেলিম।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ৭:৫০ অপরাহ্ণ