লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে শিলা বৃষ্টি ও ঝড়ে,গাছপালা ভেঙ্গে গেছে, আমের মুকুলসহ চৈতালী ফসেলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বেশ কিছু কাঁচা ঘর বাড়ির ক্ষতি হয়েছে।
রোববার রাত ১২টার দিকে উপজেলার গোপালপুর, কেশবপুর,রহিমপুর, গৌরীপুর, রায়পুর, ওয়ালিয়া, আড়বাব, চংধুপইল,লালপুর, আব্দুলপুর, বিলমাড়িয়াসহ উপজেলার প্রায় সকল গ্রামের উপর দিয়ে শিলা বৃষ্টি ও ঝড় বয়ে যায়। প্রায় আধা ঘন্টা ব্যাপী বয়ে যাওয়া শিলা বৃষ্টির পাশা পাশি ঝড়ে আমের মুকুল, বরই, পেয়ারা নষ্ট হয়ে যায়, কয়েক’শ গাছ ভেঙ্গে গেছে এবং রসুন,পেয়াজ, সরিসা, গম,মসুর, খেসাড়িসহ চৈতালী ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। উপজেলার কেশবপুর গ্রামের আম চাষি কালাম জানান, মাঝরাতে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে আমসহ কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ