১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

আমরা সবগুলো ম্যাচ জয়ের স্বপ্ন দেখি : গ্রিজমান

স্পোর্টস ডেস্ক:

লা লিগার এবারকার মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে শিরোপার দিকে এগিয়ে চলছে বার্সেলোনা। মেসি-সুয়ারেজের পায়ে যে ছন্দ খেলা করছে তাতে এ গতি থেমে যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। অন্যদিকে বার্সেলোনা থেকে ৭ পয়েন্ট পেছনে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। পয়েন্ট টেবিলের বর্তমান যে হিসাব, তাতে এবারের শিরোপা কাতালানদের ঘরেই ওঠার কথা। কিন্তু, এখনই শিরোপার দাবি ছাড়তে নারাজ আতলেতিকোর ফরাসি সুপারস্টার ফরোয়ার্ড আন্তোইন গ্রিজমান।

রোববার সেভিয়াকে উড়িয়ে দেয়ার পর গ্রিজমান রীতিমতো হুঙ্কার দিয়ে জানান দিলেন, এখনো বার্সেলোনাকে টপকে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তিনি।

সেভিয়াকে ৫-২ ব্যবধানে হারিয়ে লিগের টানা পঞ্চম জয় তুলে নিয়েছে অ্যাথলেটিকো। এদিন হ্যাটট্রিক করেছেন গ্রিজমান। এটি এবারের মৌসুমে গ্রিজমানের প্রথম হ্যাট্রিক। যেটি স্প্যানিশ লিগে তার তৃতীয়। এমন দাপুটে জয়ের পর নিজেদের চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে জানাতে গিয়ে গ্রিজমান বলেছেন, ‘আমরা আমাদের বাকি সব ম্যাচ জিততে চাই। এবং আমরা যা করছি, তা চালিয়ে যেতে চাই।’

পরবর্তী ম্যাচগুলো জিতে সবগুলো পয়েন্ট নিতে পারলে বার্সেলোনাকে অতিক্রম করার সম্ভাবনা আছে জানিয়ে গ্রিজমান আরো বলেছেন, ‘আমরা আমাদের সবগুলো ম্যাচ জয়ের স্বপ্ন দেখি। এবং দেখতে চাই মৌসুমের শেষে কি ঘটে।’

লা লিগার এ মৌসুমে ২৫ ম্যাচে ২০ জয়ে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। এ পথ চলায় একটিও হার নেই তাদের, ড্র আছে ৫টি। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ১৭টি জয় ও মাত্র একটি হার নিয়ে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানেই আছে আতলেতিকো। তারা ড্র করেছে ৭টি ম্যাচ। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ১৫ জয়, ৪টি হার ও ৬ ম্যাচের ড্র নিয়ে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। তবে এরই মধ্যে এবারের শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে টুর্নামেন্টের সবচেয়ে সফল এ দলটি। তারা গেলবারের চ্যাম্পিয়নও বটে।

তবে, নিজেদের পরবর্তী সবগুলো ম্যাচ জিতলেই যে বার্সেলোনাকে অতিক্রম করত পারবে আতলেতিকো, তা কিন্তু নয়। এখানে আছে নানা অংকের হিসেব। কারণ দুই দলেরই সমান সংখ্যক ম্যাচ বাকি আছে। তাই শিরোপা জয়ের স্বপ্ন দেখতে হলে অপরাজেয় বার্সেলোনাকে হারাতে হবে তাদের। তারপরও বাকি থাকবে কথা। বার্সাকে আরো হেরে বা ড্র করে পয়েন্ট হারাতে হবে এবং একই সময়ে আতলেতিকোকে না হেরে সব পয়েন্ট ঘরে তোলার চেষ্টা করে যেতে হবে। সমীকরণ খুব কঠিন কিন্তু অসম্ভব কিছু নয়। ইতিহাসে লিগের শেষটায় শীর্ষ দলের ছন্দ হারিয়ে পথ হারানোর গল্প আছে অনেক।

তবে, নিজের সেরা ফর্মে দাঁড়িয়ে গ্রিজমান স্বপ্নকে কতটা বাস্তবে রূপ দিতে পারেন তার ইঙ্গিত পেতে খুব বেশি অপেক্ষা করতে হবে না। কারণ, রোববার (৪ মার্চ) ন্যু ক্যাম্পে টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হচ্ছে লিগ ম্যাচে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ৫:৪৬ অপরাহ্ণ