১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

গান নিয়ে ফিরছেন ঈশিতা

বিনোদন ডেস্ক:

অভিনয়ের পাশাপাশি গানেও দক্ষ ছিলেন ঈশিতা। বহুদিন ধরে অভিনয়ে নেই। তবে মাঝে মধ্যে বিশেষ দিবসে নাটক নির্মাণে দেখা গিয়েছিল। কিন্তু গত কয়েকবছর ধরে নির্মাণেও নেই। মাঝে গান নিয়ে মিডিয়ায় ফেরার কথা জানালেও সেটাও প্রায় পাঁচ বছর অতিক্রম করেছে। দেরিতে হলেও এবার কথা অনুযায়ী কাজ করছেন ঈশিতা। গানে ফিরছেন তিনি। সোহেল আরমানের লেখা ‘জেগে থাকা মন’ শিরোনামের একটি গান দিয়েই গানের ভুবনে ফিরবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এ গানের সুর ও সঙ্গীত করেন অদিত।

২৪ ফেব্রুয়ারি থেকে রাজধানীর উত্তরা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শুটিং করেছেন তিনি। দীর্ঘদিন পর নতুন মৌলিক গান নিয়ে ফেরা প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘মনের মধ্যে অনেক আনন্দ, ভালোলাগা কাজ করছে। গানের কথা এবং সুর সঙ্গীত আমার বেশ ভালো লেগেছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে। মার্চের শেষ প্রান্তে গানটি শ্রোতা-দর্শকের কাছে তুলে দিতে পারব বলে আশা করছি।’ প্রসঙ্গত ঈশিতার গানের অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘রাত নিঝুম’, ‘ভুলোনা আমায়’, ‘কুলসুম’।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১২:৩৭ অপরাহ্ণ