১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৩

আফজাল-দীপার ‘সিন্ডিকেট’

বিনোদন ডেস্ক:

তাহের শিপনের ‘সিন্ডিকেট’ শিরোনামের একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী আফজাল হোসেন ও দীপা খন্দকার। দীর্ঘ ১০ বছর পর ফের তারা একসঙ্গে অভিনয় করলেন। একটি থ্রিলারধর্মী গল্পে নাটকটি নির্মিত হয়েছে। গল্পে আফজাল হোসেন ও দীপা খন্দকার স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।

নাটকে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘আফজাল ভাই অনেক সাবলীল অভিনয় করেন। তার সঙ্গে কাজ করে অনেক কিছু জানা যায় এবং শেখা যায়। দর্শক নাটকে আমাদের দুজনের মধ্যে বয়সের কোনো ব্যবধান বুঝতে পারবে না। তার গেট আপ-মেকাপ সব কিছুই অন্যরকম। আগামী ২৮শে ফেব্রুয়ারি নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১২:২৯ অপরাহ্ণ