১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৫

বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের হামলা, আহত ৬

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে নেতাকর্মীরা আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে শহরের ফায়ার সার্ভিস সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
খালেদা জিয়ার মুক্তি ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা প্রদর্শনে পুলিশের হামলার প্রতিবাদে ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সামনে এগোলেই পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ মিছিলকারীদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে লাঠিপেটা করে। এতে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম ও যুবদল নেতা আবদুল বারেকসহ ছয়জন আহত হন।
ঝালকাঠি থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১১:৪৫ পূর্বাহ্ণ