২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:০৪

সু চির আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত

দৈনিক দেশজনতা ডেস্ক:

দুই নোবেল বিজয়ী ইয়েমেনের তাওয়াক্কল কারমন ও উত্তর আয়ারল্যান্ডের মেরেইড ম্যাগুয়ার উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তারা বলেছেন, রোহিঙ্গা নারীদের ধর্ষণ, উত্পীড়ন ও নির্যাতন করার দায়ে অং সান সু চি ও তার সরকারের আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত।

রোববার কক্সবাজারের উখিয়ার মধুরছড়া ক্যাম্প ঘুরে এসব কথা বলেন তারা। এ সময় তারা বলেন, শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির সামরিক বাহিনী বিগত ছয় মাস ধরে দেশটিতে বসবাসরত রোহিঙ্গাদের ঘরবাড়িতে আগুন দিয়ে ছারখার করেছে।

বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয়সহ মানবিক সহায়তা প্রদান করার জন্য দুই নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা ও সহমর্মিতা প্রকাশ করেন।

শান্তিতে নোবেল জয়ী তিন নারী রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরো সুসংহত করতে বাংলাদেশ সফর করছেন। তাদের মধ্যে ইরানের শিরিন ইবাদি আজ সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলে জানিয়েছেন নারীপক্ষের শিরিন হক।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১১:৪২ পূর্বাহ্ণ