১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

অনলাইনে প্রিয়তাকে ভোট দিন

বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো এ বছর অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী সুন্দরী প্রতিযোগিতা ‘মিস মাল্টিন্যাশনাল’-এর মূল আসর। গতকাল ভারতে শেষ হয়েছে চূড়ান্ত সাক্ষাৎ পর্ব। আগামীকাল মাল্টিন্যাশনাল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ।

চূড়ান্ত আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ‘দ্য ফ্ল্যাগ গার্ল’ খ্যাত প্রিয়তা ইফতেখার। মিস মাল্টিন্যাশনাল কর্তৃপক্ষ বিশ্বের ২৫টি দেশের প্রতিযোগীর মধ্যে সাক্ষাৎকার পর্বে ১৩ জনকে বাছাই করেছে। বাছাই পর্বে বাংলাদেশের ‘দ্য ফ্ল্যাগ গার্ল’ খ্যাত প্রিয়তা ইফতেখারও রয়েছেন। ভারতের গ্ল্যামানান্দ ইন্টারটেইনমেন্ট কোম্পানি তাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/pg/MissMultinational/photos/?tab=album&album_id=608540952871630 আয়োজন করেছে ভোটাভুটির।

প্রশ্ন রেখেছে, ‘মিস মাল্টিন্যাশনাল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব-২০১৮’-এ কার মাথায় মুকুট উঠবে?’ প্রিয়তার ছবিতে ভোটাভুটি হচ্ছে। আগামীকাল ২৬ ফেব্রুয়ারি ১২টা পর্যন্ত ভোট দেওয়ার শেষ সময়। আপনার একটি মূল্যবান ভোট প্রিয়তাকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সহায়তা করবে। আপনি প্রিয়তাকে ভোট দিন, বেশি বেশি মন্তব্য করুন। চাইলে একাধিকবারও ভোট দেওয়া যাবে।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১১:০৮ পূর্বাহ্ণ