১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

ফেরদৌসের সাথে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে প্রভার

বিনোদন ডেস্ক:

চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন ছোট পর্দার মডেল ও অভিনয়শিল্পী প্রভা। প্রথম ছবিতে নায়ক হিসেবে পাশে পাচ্ছেন ফেরদৌসকে। এই ছবিটি নির্মাণ করবেন নাট্যনির্মাতা অঞ্জন আইচ। নির্মাতা অঞ্জন আইচ বলেন, ফেরদৌস ও প্রভা দুজনেই ছবিতে অভিনয় করবেন এটি চূড়ান্ত। গল্প হবে নারীবাদী। প্রাথমিকভাবে ছবির দুটি নাম ভাবছেন ‘রূপবতী’ আর ‘জলছবি’। শিগগিরই এর মধ্য থেকে একটি চূড়ান্ত করবেন। নারীবাদী গল্পের এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রভা।

জানা যায়, ছয় বছর ধরে এই ছবিটি নির্মাণের পরিকল্পনা করছেন পরিচালক। আগামী মাসেই শুটিং শুরু করবেন বলে জানা যায়। ছবিটি নিয়ে প্রভা বলেন, ‘আমার ছবির ভাগ্য খারাপই বলতে পারেন। তাই শুটিং শুরুর আগে এ বিষয়ে কোনো কথা বলতে চাইনি। পরিচালক যেহেতু বলেছেন, তাই এখন কথা বলতে সমস্যা নেই। আপাতত এটুকু বলতে চাই, ছবিটিতে কাজ করছি।’

ফেরদৌস ও প্রভা ছাড়া ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন শতাব্দী ওয়াদুদ, তারিক আনাম খান, সোহেল খান, সাবেরী আলম প্রমুখ। ছবির গল্প তৈরি করেছেন নির্মাতা অঞ্জন আইচ নিজেই।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১:১৩ অপরাহ্ণ