১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

চলচ্চিত্রে দীপা

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী দীপা খন্দকার নাচ, বিজ্ঞাপনচিত্র, উপস্থাপনা আর অভিনয়ে কুড়িয়েছেন ভূয়সী প্রশংসা। ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। তবে মনের মতো চরিত্র না পাওয়ার কারণে চলচ্চিত্রে অভিনয় করা হয়নি দীপার।

দীর্ঘ ক্যারিয়ারে এবার দীপাও চলচ্চিত্রে অভিনয়ের জন্য আগ্রহী হয়েছেন। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ওপার বাংলার পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ‘ভাইজান’ চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। দীপার বিপরীতে দেখা যাবে ওপার বাংলার শান্তি লাল মুখোপাধ্যায়কে। জানা যায়, আগামী ৩ মার্চ থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে। দীপা ছাড়া এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। তার বিপরীতে থাকছেন ওপার বাংলার শ্রাবন্তী ও পায়েল সরকার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১২:১৫ অপরাহ্ণ