বিনোদন প্রতিবেদক :
ওপার বাংলার সুপারহিট সিনেমা ‘প্রেম আমার’। রাজ চক্রবর্তী পরিচালিত ও সোহম চক্রবর্তী অভিনীত এ সিনেমাটি ২০০৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির নয় বছর পর নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। তবে ‘প্রেম আমার-টু’ সিনেমায় থাকছেন না সোহম-পায়েল। এতে অভিনয় করবেন নতুন জুটি পূজা চেরি ও আদৃত।
যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। এর প্রযোজনায় রয়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের রাজ চক্রবর্তী প্রোডাকশন। এটি নির্মাণ করছেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য্য।
ইতিমধ্যেই শুটিং শুরুর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের অনুমতি মিললেই আগামী মাসের প্রথম সপ্তাহে এর শুটিং শুরু হবে বলে জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়।
বাংলাদেশের বেশ কিছু স্থানে ‘প্রেম আমার-টু’ সিনেমার দৃশ্যায়ন করা হবে। এছাড়া কলকাতাতেও এর শুটিং হবে। পূজা-আদৃত ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করবেন প্রবীর দাস, তুলিকা বসু, সৃষ্টি পাণ্ডে, নাদের চৌধুরী, চম্পা প্রমুখ। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে। পূজা-আদৃত জুটির প্রথম সিনেমা ‘নূর জাহান’। যৌথ প্রযোজনার এ সিনেমাটি গত ১৬ ফেব্রুয়ারি দুই দেশে মুক্তি পায়। মুক্তির পরে সিনেমাটি বেশ ভালো সারা পায়।
দৈনিকদেশজনতা/ আই সি