১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা ফের নাকচ

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের ছয়টি মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছিলেন, তা ফের আদালতে নাকচ হয়ে গেল। গতকাল বৃহস্পতিবার ভার্জিনিয়ার একটি ফেডারেল আপিল আদালত এক রায়ে ট্রাম্পের ওই আদেশ পুনর্বহাল করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রায়টি এসেছে। রায়ে বলা হয়, ট্রাম্পের আদেশ মুসলিমদের প্রতি বৈষম্যমূলক। ভ্রমণ নিষেধাজ্ঞার ঘোষণায় জাতীয় নিরাপত্তার যে যুক্তি ট্রাম্প প্রশাসন দেখিয়েছে, তা অত্যন্ত ধোঁয়াটে। একটি ধর্মের নাগরিকদের প্রতি ট্রাম্পের বিদ্বেষের বিষয়টি তাঁর আদেশে স্পষ্ট।

নির্বাহী আদেশের পক্ষে যুক্তি দেখিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষে বলা হয়েছিল, জাতীয় নিরাপত্তা প্রশ্নে প্রেসিডেন্টের নিরঙ্কুশ ক্ষমতা রয়েছে।

চতুর্থ সার্কিট আপিল আদালতের বিচারক রজার গ্রেগরি বলেন, জাতীয় নিরাপত্তার খাতিরে বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে আগমন অস্বীকার করার ক্ষমতা প্রেসিডেন্টের আছে। কিন্তু কংগ্রেস প্রদত্ত এই ক্ষমতা মোটেই চূড়ান্ত বা নিরঙ্কুশ নয়। প্রেসিডেন্ট চাইলেই যা খুশি তা করতে পারেন না। তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করা যাবে না, তাও গ্রহণযোগ্য নয়। বিশেষত যখন প্রেসিডেন্টের সিদ্ধান্তের ফলে বিভিন্ন ব্যক্তিকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।

এর আগে ম্যারিল্যান্ডের একটি ফেডারেল আদালত ট্রাম্পের নির্বাহী আদেশের বাস্তবায়ন স্থগিত ঘোষণা করেছিলেন। এই রায়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন ভার্জিনিয়ার আপিল আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করেন। গতকালের রায়ের ফলে ম্যারিল্যান্ডের আদালতের সিদ্ধান্তই অপরিবর্তিত রইল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৬, ২০১৭ ১২:২৩ অপরাহ্ণ