স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে আজ মুশফিকের একযুগ পূর্তি হচ্ছে। ২২ গজে ১২ বছর কাটিয়ে দিলেন তিনি। ২০০৫ সালে এইদিনেই ১৭ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের।তারপর আন্তর্জাতিক ক্রিকেটের গণ্ডিতে ক্রমাগত ছুটে বেড়িয়েছেন ২৯ বছর বয়সী এ ক্রিকেটার। যেখানে ক্যারিয়ারের শুরু, কাকতালীয়ভাবে এক যুগ পূর্তির দিনেও সেই ইংল্যান্ডেই অবস্থান করছেন টাইগারদের টেস্ট অধিনায়ক।
মাশরাফির পর দেশের হয়ে একটানা একযুগেরও বেশি সময় খেলা ক্রিকেটার তিনি। এই সময়ে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনে গ্লাভস হাতে অবদান রেখেছেন দেশের জন্য, সমৃদ্ধ করেছেন নিজের ক্যারিয়ার।
২০১১ সালে সব ধরণের ক্রিকেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবার ভার পান মুশফিক। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক পরিবর্তিত হলেও মুশফিকুর সাদা পোশাকে এখনও বাংলাদেশ দলের অধিনায়ক। টেস্টে বাংলাদেশকে সর্বোচ্চ ৩০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তার নেতৃত্বেই শ্রীলঙ্কায় নিজেদের শততম টেস্ট খেলে বাংলাদেশ।
দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে মুশফিক ৫৪ টেস্ট, ১৭২ ওয়ানডে ও ৫৯টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ত্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের রান ৮২২৬। ৫৪ টেস্টে ৫টি সেঞ্চুরি ও ১৭টি ফিফটিসহ করেছেন ৩২৬৫ রান। সর্বোচ্চ ২০০। দেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তিটি এই ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের। ১৭২ ওয়ানডেতে ৪টি সেঞ্চুরি ও ২৪টি ফিফটি সহ করেছেন ৪২৩৫ রান। ৫৯ টি-টোয়েন্টিতে ১টি ফিফটি সহ করেছেন ৭২৬ রান।
দৈনিক দেশজনতা/এন আর