২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৫

তালেবান নেতার ফাঁসি স্থগিতাদেশ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের তেহরিক-ই-তালেবান এর মুখপাত্র মুসলিম খানের ফাঁসির আদেশ স্থগিত করার আদেশ দিয়েছেন পেশোয়ার উচ্চ আদালত। বৃহস্পতিবার আদালত এ আদেশ দেন। পাকিস্তানের সামরিক আদালত গত বছর তাকে সন্ত্রাসবাদ আইনের আওতায় ফাঁসির আদেশ দেন।  পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, দু’জনের গঠিত বেঞ্চে বিচারের শুনানির সময় মুসলিমের স্ত্রী নিদা বিবি তার বিরুদ্ধে সামরিক আদালতের দণ্ডাদেশের প্রতি চ্যালেঞ্জ করেন।মুসলিম খানের পক্ষে লড়ছেন আইনজীবী তারিক আসাদ। তিনি জানান, মুসলিমকে ২০০৯ সালে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করে। কিন্তু তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল তা জানায়নি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তার পরিবার ২০১৬ সালে সংবাদপত্রের মাধ্যমে তার দণ্ডাদেশ সম্পর্কে জানতে পারে।মুসলিমের বিরুদ্ধে বিচার কাজ পরিচালনার কোনো নথিপত্র তার পরিবারের কাছে নেই। এমনকি কিসের জন্য তাতে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হলো তা এখনও অজানা। তারা সামরিক আদালতে আপিলের জন্য আবেদন করলেও কোনো সাড়া মিলেনি। তারিক জানান, সামরিক আদালতের বিচার প্রক্রিয়া ছিল শুধু এক পক্ষের। এখানে কোনো সুবিচার হয়নি।

পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ২০১৬ সালের ২৮ ডিসেম্বর মুসলিম খানের বিরুদ্ধে দণ্ডাদেশের ঘোষণা দেয়। তাদের অভিযোগ মুসলিম নিরাপরাধ বেসামরিক মানুষদের হত্যা করেছে এবং সশস্ত্র বাহিনী ও আইন প্রণয়নকারী সংস্থায় আক্রমণ করেছেন। এর ফলে ৩১ জন নিহত হয় এবং ৬৯ জন আহত হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৬, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ