১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৯

তাইজুল জেতালেন মোহামেডানকে

স্পোর্টস ডেস্ক:

এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রোমাঞ্চকর ম্যাচের দেখা মিলল শনিবার। অষ্টম উইকেটে মোহাম্মদ এনামুল ও তাইজুল ইসলাম দারুণ লড়লেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এনে দিলেন তিন উইকেটের জয়। প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। একই দিনে অন্য দুই ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব জয় পেয়েছে।

বিকেএসপিতে মোহামেডান ২৬০ তাড়া করতে গিয়ে ২০৫ রানে ৭ উইকেট হারায়। সর্বোচ্চ ৬৪ রান করা রকিবুল হাসান আউট হয়ে গেলেন। ওখান থেকে ব্যাটসম্যান হয়ে উঠে তাইজুল ও এনামুল ৫৪ বলে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের পথ পাড়ি দেওয়ালেন। ৯ নম্বরে নেমে ৩৬ বলে ৩৫ রান করেছেন তাইজুল। এনামুল ৩৩ বলে করেছেন ৩২।

এই ম্যাচ অবশ্য প্রাইম ব্যাংক শুরু করেছিল নিদারুণভাবে। টস হেরে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৩৬ রানে ৬ উইকেট হারায় তারা। ওখানেও তাইজুল। বাঁহাতি স্পিনারের সাথে হাত লাগিয়েছিলেন বিপুল শর্মা। ওই ৬ উইকেটের ৫টি এই দুজনার। এই ধ্বংস পরিস্থিতির মাঝে ছোটোখাটো গড়নের আল-আমিন প্রতিরোধ গড়েন। সাথে ছিলেন আরিফুল হক। সপ্তম উইকেট জুটিতে তারা ১৬১ রান দিলেন দলকে। আল-আমিন ১২৬ বলে ১১০ রান করেছেন। ৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন। আরিফুল সমান ৪ ছক্কা ও চারে ১০০ বলে ৮৭ করে আউট হয়েছেন। দেলোয়ার হোসেন শেষের দিকে ১৪ বলে ২৫ রান দিয়েছেন। প্রাইম ব্যাংক ৯ উইকেটে ২৫৯ রান করেছিল। ৭ বল হাতে রেখে কষ্টে জয় পেয়েছে মোহামেডান। ৩ উইকেট নেওয়ার পর ম্যাচ জেতানো রান করেও ম্যান অব দ্য ম্যাচ তাইজুল নন, হারা দলের আল-আমিন।

৫ ম্যাচে ২ হার ও ৩ জয়ের পর পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে মোহামেডান। ৫ ম্যাচের ১টিতে জিতলেও ৪ হারে প্রাইম ব্যাংক নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ৮:৩৩ অপরাহ্ণ