নিজস্ব প্রতিবেদক:
তৎকালিন বিডিআর সদর দফতরে পিলখানায় বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় নবম বার্ষিকী রোববার। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে বনানীতে সামরিক কবরস্থানে সমাহিত অফিসারদের করবে শ্রদ্ধা জানাবে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা।
উল্লেখ্য, ২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনী-বিডিআরের নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ। একইসঙ্গে বাহিনীর পোশাকও বদল করা হয়।