১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

বিডিআর বিদ্রোহে নিহত অফিসারদের শ্রদ্ধা জানাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

তৎকালিন বিডিআর সদর দফতরে পিলখানায় বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় নবম বার্ষিকী রোববার। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে বনানীতে সামরিক কবরস্থানে সমাহিত অফিসারদের করবে শ্রদ্ধা জানাবে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তবে বিএনপির প্রতিনিধি দলে কারা থাকছেন তা তিনি জানতে পারেননি।

উল্লেখ্য, ২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনী-বিডিআরের নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ। একইসঙ্গে বাহিনীর পোশাকও বদল করা হয়।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ৮:৩৭ অপরাহ্ণ