১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫২

নওগাঁ শহরের ট্রাক টার্মিনাল এলাকায় চালভর্তি ট্রাক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁ শহরের ট্রাক টার্মিনাল এলাকার দেওয়ান ফিলিং স্টেশনের পাশ থেকে সাভারের অভিমুখে যাওয়ার জন্য অপেক্ষমাণ চালভর্তি ট্রাক ছিনতাই হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী চক্র চালভর্তি ট্রাকের জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে নওগাঁ থেকে ট্রাকটি নিয়ে বগুড়া অভিমুখে চলে যায় বলে নৈশ প্রহরীরা জানিয়েছে।

এ ঘটনায় শনিবার বিকেলে ট্রাকের মালিক রতন কুমার সাহা অজ্ঞাতনামা ৪/৫ জনকে অভিযুক্ত করে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

নওগাঁ সদর মডেল থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, পার-নওগাঁ আড়তদার পট্টির ব্যবসায়ী রতন কুমার সাহার একটি ট্রাক শুক্রবার বিকেলে নওগাঁর মহাদেপুর উপজেলার রঘুনাথ কুন্ডুর মিল থেকে ৩শ বস্তা স্বর্ণা চাল লোড করে নওগাঁয় আসে।  বিকেলে ট্রাকের চালক সম্রাট হোসেন ওই এলাকার ট্রাক প্রহরায় নিয়োজিত নৈশ প্রহরী মন্টু মিয়াকে ট্রাক বুঝে দিয়ে বাড়িতে চলে যায়। শনিবার ভোরে ট্রাকটি চাল নিয়ে সাভারের তারা মোল্লা রাইস মিলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কথা ছিল। রাত ৩টার দিকে ট্রাকের মালিক মোবাইল ফোনে জানতে পারে নওগাঁ শহরের ট্রাক টার্মিনাল এলাকার দেওয়ান ফিলিং স্টেশনের পাশে থেকে তার চাল বোঝাই ট্রাকটি ছিনতাইকারী চক্র ছিনতাই করে নিয়ে গেছে। সাথে সাথে বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করে এবং আশেপাশের জেলাগুলোতে খোঁজ করেও শনিবার বিকেল পর্যন্ত চাল বোঝাই ট্রাকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শহরের ট্রাক টার্মিনাল এলাকার দেওয়ান ফিলিং স্টেশনের পাশে ট্রাক প্রহরায় নিয়োজিত নৈশ প্রহরী মন্টু মিয়া জানান, রাত আড়াইটার দিকে সে দেখে ৪/৫ জন অচেনা মানুষ ট্রাকের ভেতর বসে আছে। সে কোনো কিছু বুঝে উঠার আগেরই তারা ট্রাকটি দ্রুত গতিতে বগুড়া অভিমুখে চলে যায়।

ট্রাকের মালিক রতন কুমার সাহা জানান, টাটা মডেলের ওই ট্রাকের মূল্য প্রায় ১০ লাখ টাকা আর চালের মূল্য ৬ লাখ টাকা।

এদিকে দীর্ঘদিন পর নওগাঁ শহর থেকে চালসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় চাল ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ৮:৩১ অপরাহ্ণ