১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৪

দুই সাংবাদিককে পুলিশের নির্যাতন

নিজস্ব প্রতিবেদক :

পেশাগত দ্বায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে শারীরিক নির্যাতন করেছে পুলিশ। কয়েকজন পুলিশ মিলে একজন সাংবাদিককে শারীরিকভাবে বেদম প্রহার করে। নির্যাতনের শিকার হওয়া দুই সাংবাদিক হলেন, দৈনিক সমকাল পত্রিকার প্রতিবেদক কামরুল হাসান এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ জার্নাল’ এর প্রতিবেদক কিরণ সেখ।
গতকাল ২৪ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচীর সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক নির্যাতনের এ ঘটনা ঘটে।
নির্যাতরকারী পুলিশের একজন রাজধানীর পল্টন থানার সহকারী উপ পরিদর্শক (এসএসআই) ওবায়দুর রহমান।
শারীরিক নির্যাতনের শিকার ‘বাংলাদেশ জার্নাল বা বিডি জার্নাল’ এর প্রতিবেদক কিরণ সেখ বলেন, ‘বিএনপির পূর্বঘোষিত কালো পতাকা পদর্শণ কর্মসূচীর সংবাদ সংগ্রহ করতে নয়াপল্টন কন্দ্রীয় কার্যালয়ের সামনে আসা মাত্রই বেশ কয়েকজন পুলিশ সদস্য আমাকে চারদিক থেকে ঘিরে ধরে। এ সময় আমার পরিচয় জানতে চাইলে আমি অফিসের আইডি কার্ড প্রদর্শণ করি। তারপরও তারা আমাকে অশ্লীল-অশ্রাব্য ভাষায় গালাগালি করে টেনে-হিচড়ে রাস্তায় ফেলে আমাকে কিল ঘুষি ও লাথি মারতে থাকে। শার্ট ধরে টেনে তুলে আরো কিছুক্ষণ শারীরিকভাবে নির্যাতন করে।’ তিনি বলেন, কেন আমাকে এভাবে মারা হচ্ছে জানতে চাইলে ওরা (পুলিশেরা) আবারো অশালীন ভাষায় গালাগালি করে। আমার গালে খুব জোরে থাপ্পর মেরে বলে, একদম চুপ কোন কথা বলবি না,’ জানালেন কিরণ সেখ।
অন্যদিকে দৈনিক সমকাল পত্রিকার প্রতিবেদক কামরুল হাসানকে পুলিশ আটকে রেখে তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয় পুলিশ। এ সময় তার মোবাইলের ফোন লিস্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তল্লাশী চালায়। একই সঙ্গে তাকে অহেতুক অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে জেষ্ঠ্য সাংবাদিকদের হস্তক্ষেপে কামরুলকে ছেড়ে দেয় পুলিশ।
এসব ঘটনার পর নয়াপল্টন কার্যালয়ের সামনে বিভিন্ন গণমাধ্যমে কর্ত্যব্যরত কয়েকজন জেষ্ঠ্য সাংবাদিক পুলিশের উর্ধতন কর্মকর্তাদের কাছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তারা দুঃখপ্রকাশ করেন।
পুলিশের মতিঝিল জোনের এডিসি আরিফুল ইসলাম বলেন, ‘যখন কোন কর্মসূচীকে ঘিরে পুলিশ মুভমেন্টে যায় সেখানে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকতে পারে। মুভমেন্ট চলাকালে এ রকম অপ্রত্যাশিত ঘটনা যতদূর সম্ভব আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। তারপরও কিছু কিছু ঘটনা ঘটে যায়। আজকে কিরণ সেখ সাংবাদিক পরিচয় দেয়ার পরও যে ঘটনা ঘটেছে এটা অপ্রত্যাশিত। তিনি বলেন, আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এডিসি স্যারও এ ঘটনার জন্য সরি বলেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ৭:৩০ অপরাহ্ণ