২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০৮

লালপুরে প্রবীন শিক্ষার্থীদের পুর্নমিলন

লালপুর(নাটোর) প্রতিনিধিঃ

নাটরে লালপুরের তিলকপুর গ্রামে ২নং ঈশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী গুলুর বাগান বাড়িতে প্রবীন শিক্ষার্থী ১৯৭৪ সালের গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের এস এস সি ব্যাচের পুর্নমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি ) সকাল থেকে সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলীর সভাপতিতে অতিথী ছিলেন প্রবীন শিক্ষক সাজদার রহমান, মজিবুর রহমান, জিল্লুর রহমান খান, গৌরীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী প্রমুখ।
পুর্নমিলন অনুষ্ঠানের শুরুতে অথিতিবৃন্দ ও ১৯৭৪এর এসএসসির ব্যাচের শিক্ষার্থী ও তাদের সহধর্মীনীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরিচয় পর্ব শেষে ১৯৭৪এর এসএসসি ব্যাচের যারা পরলোক গমন করেছেন তাদেও রূহের মাগফিরাত কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়।
পুর্নমিলন আনুষ্ঠানে বিশেষ খেলাধুলার আয়োজন করা হয়। খেলার মধ্যে উল্লেখযোগ্য খেলাগুলো মধ্যে ঝুরিতে বল নিক্ষেপ, বালিশ খেলা ও ফুটবল খেলা ও টিপ পড়ানো. গুগলি ধাঁধাঁ ও জ্ঞান মূলক জিজ্ঞাসা, আবৃত্তি ও লাকী কুপন ড্র ।
খেলাধুলা শেষে অতিথীবৃন্দরা পুরুস্কার বিতরনি অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জুইলফিকার আলী গুলু স্মৃতি চারণ মূলক একটি কবিতা আবরিতি করেন ।
উল্লেখ্য অনুষ্ঠানের পুরুস্কার বিতরনের পূর্বে ম্যাজিক প্রদর্শণীর মধ্যে দিয়ে উপস্থিত সকলকে আনন্দ দেন জনাব শাহাজান আলী। এসময় উপস্থিত সকলে তাহার ম্যাজিক দেখে অতি উৎসাহিত চিত্তে তাকে করতালি অভিনন্দন জানান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ৭:১৯ অপরাহ্ণ