নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হবে রোববার। গাইবান্ধার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী আহমেদ এ সাক্ষ্যগ্রহণ করবেন।
গত বছর ৩০ এপ্রিলে সুন্দরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান একই আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ডা. আব্দুল কাদের খানসহ আটজনকে এ মামলায় অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।
আসামিদের মধ্যে অপর সাতজন হলেন— ছামসুজোহা, আব্দুল হান্নান, মেহেদী হাসান, আনোয়ারুল ইসলাম রানা, শাহিন মিয়া, সুবল চন্দ্র রায় ও আওয়ামী লীগ নেতা চন্দন।
জেলা ও দায়রা জজ আদালতের জিআরও শফিকুল ইসলাম শফিক জানান, মামলায় অভিযুক্ত আটজনের মধ্যে জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল কাদের খানসহ সাতজন কারাবন্দি আছেন। পলাতক চন্দন ভারতে গ্রেফতার হলেও তাকে এখনো এই মামলায় গ্রেফতার দেখানো হয়নি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম জানান, বিচারের জন্য মামলাটি আদালত বদলি হয়ে ২২ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতে আসে। ৭ ফেব্রুয়ারি এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের পর মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।
সেই মোতাবেক রোববার মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দিন মামলার বাদী ফাহমিদা আকতার বুলবুল আদালতে সাক্ষ্য দিবেন।
দৈনিক দেশজনতা/এন এইচ