১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৪

২০১৭-১৮ শিক্ষাবর্ষে কুবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শেষ হয় সর্বমোট তিন ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম।

এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, প্রায় তিনমাস বিলম্বিত ভর্তি পরীক্ষায় এ বছর উপস্থিতির সংখ্যা আশঙ্কাজনক হারে কম ছিলো। শনিবার মোট ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিলো মাত্র ৪ হাজার ৯শ ৭২ জন, যা মোট আবেদনকারীর ৪২.০৯ শতাংশ। ‘সি’ ইউনিটে মোট ১১ হাজার ৮১২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

এছাড়া শুক্রবার অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিলো ৩৮.৯২ শতাংশ। একইদিন বিকেলে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির সদস্য-সচিব মো. এমদাদুল হক জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে, কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও উত্তরপত্র যাচাই-বাছাইপূর্বক আগামী (২৬ ফেব্রুয়ারি) সোমবারের মধ্যেই (একই সঙ্গে তিন ইউনিট) ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd থেকে জানা যাবে।

ভর্তি পরীক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, সকলের একান্ত সহযোগিতায় নির্বিঘ্নে একটি ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও কোনও ধরনের বিশৃঙ্খলা হয়নি। এভাবে সবার সহযোগিতা পেলে আমরা এগিয়ে যাবো অনেক দূর।

প্রসঙ্গত, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ নভেম্বর ২০১৭-তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যার কারণে তখন পরীক্ষা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ক্ষেত্রে নবাগত শিক্ষার্থীরা পিছিয়ে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, ‘আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ভর্তি বিষয়ক কার্যক্রম কম সময়ের মধ্যে শেষ করে মার্চের মাঝামাঝি সময় থেকেই নতুন বর্ষের ক্লাস শুরু করা। এ ব্যাপারে সবার সহযোগিতা কাম্য।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ৬:৩৭ অপরাহ্ণ