১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

শাকিবের নতুন নায়িকা শ্রাবন্তী ও পায়েল

বিনোদন ডেস্ক:

শাকিব খানের নতুন ছবির নাম ‘ভাইজান এলো রে’। আগামী ঈদকে সামনে রেখে নির্মিত হবে ছবিটি। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতায় জনপ্রিয় দুই নায়িকা শ্রাবন্তী ও পায়েল সরকার। এতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। যদিও আগেই শোনা গিয়েছে, এ ছবিতে শাকিবের নায়িকা হচ্ছেন কলকাতার শ্রাবন্তী।

এটিই এবার চূড়ান্তভাবে জানালেন পরিচালক জয়দীপ মুখার্জি। সঙ্গে আরও জানালেন এ ছবিতে শাকিব খানের আরেক নায়িকা হিসেবে থাকবেন কলকাতার পায়েল সরকার। শ্রাবন্তী এর আগে শাকিব খানের সঙ্গে শিকারি ছবিতে অভিনয় করলেও পায়েলকে দেখা যাবে প্রথম।

বাংলাদেশ থেকে অভিনয় করবেন দীপা খন্দকার, মনিরা মিঠু প্রমুখ। জয়দীপ মুখার্জির পরিচালনায় এটি শাকিবের চতুর্থ ছবি। এর আগে ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’-এ একসঙ্গে কাজ করেছেন এ পরিচালক-নায়ক জুটি। ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি কলকাতায় বেশ জনপ্রিয় শাকিব খান। তার মধ্যে হিরোইজমের দারুণ একটা ব্যাপার রয়েছে। ভাইজানে আমি সেটাই দেখানোর চেষ্টা করব।’

জানা গেছে, ২৮ বছর আগের এক ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ভাইজানের গল্প। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়। এছাড়া আরও রয়েছেন রজতাভ দত্ত, সাগ্নিক, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত। আগামী মাস থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ২:২৪ অপরাহ্ণ